কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিটের গর্জনিয়া পাহাড় এলাকায় বন্যহাতির আক্রমণে নুরুছালাম (৬২) নামে এক কৃষকের নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ফুলের ছড়াস্থ গর্জনিয়া পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত নুরুছালাম ওই এলাকার মৃত খুইল্যা মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে নিজের বসতভিটার উঠানে পড়ে থাকা গাছের বিভিন্ন ডালপালা পরিষ্কার করেছিল। হঠাৎ দলছুট একটি বন্যহাতি অতর্কিত এসে হামলা চালিয়ে নুরুছালামকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষ্ট করে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন হাতির আক্রমণে কৃষক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত