চকরিয়া প্রতিনিধি।
চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন জাফর আলম প্রকাশ মাইক জাফর (৭০) নামের এক বৃদ্ধ। সোমবার (৫ মে) ভোর পাঁচটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় এ ঘটনা ঘটে। জাফর আলম ওই এলাকার মৃত কালু চৌকিদারের ছেলে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, এলাকাটি বন্যহাতির অভয়ারণ্য ছিল। সোমবার ভোরে বাড়ির উঠানে চলে আসে দলছুট একটি বন্যহাতি। এ সময় সামনে পড়ে যায় বৃদ্ধ জাফর আলম। এসময় বন্য হাতিটি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। এরপর তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, বন্যহাতির আক্রমণে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগি পরিবার যাতে নিয়মানুযায়ী ক্ষতিপূরণ পায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত