চকরিয়া প্রতিনিধি|
সোনার বাংলা গড়ার প্রত্যয় এ স্লোগানকে সামনে রেখে জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানেবইস) এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩মার্চ) সকাল ১০ থেকে চকরিয়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনের ট্রেনিং হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যানবেইস উপজেলা সহকারী প্রোগ্রামার মিল্টন দাশের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য দেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। এছাড়াও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ঐকান্তিক প্রচেষ্টা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ্মলোচন বডুয়া, চকরিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু দেব, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক। কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষানুরাগী সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ সুশাসন ও জবাবদিহিতা সুনিশ্চিত করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মশালায় মুখ্য আলোচক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, বর্তমান দেশ যে ভাবে এগিযে যাচ্ছে সে ভাবে দেশের প্রতিটি নাগরিককেও সৃজনশীল কর্মের মাধ্যমে পরিশুদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। নিজের যে সীমাবদ্ধতা রযেছে সেই সীমাবদ্ধের মধ্যে নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে বহুগুণ সচেষ্ট হতে হবে। নিজের কর্মের মধ্যে কোন ধরণের গাফিলতি হচ্ছে কিনা সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। প্রতিটি দাপ্তরিক কাজ যে ভাবে চলার কথা সে ভাবে চলছে কিনা, নাকি অন্যায় কর্মকান্ডে আশ্রয় নিচ্ছি তা নিয়ে সবার সচেতন থাকা প্রয়োজন। জাতীয় শুদ্ধাচার কৌশল অবলম্বন করার মধ্যমে দেশকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে এবং সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আরো সজাগ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, কর্মশালাটি জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতাধীন ব্যানবেইস এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।











প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,
সম্পাদক : মো. নুরুল করিম আরমান,
আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ