1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ লাখ টাকার ক্ষতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৯২ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান ও ৪টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান ব্যবসায়ীসহ বাসা মালিকদের অন্তত ৬০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে চকরিয়া বায়তুশ শরফ রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরশহরের ৮নম্বর ওয়ার্ডস্থ বায়তুশ শরফ রোডের দোকান ব্যবসায়ীরা তাদের নিয়ম মোতাবেক প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আকস্মিকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেই মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ৩ দোকান ও ৪টি বাসা পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব বলেন, বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আকস্মিক ভাবে আড্ডা বাড়ি খাবার হোটেলের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে কয়েকজন ব্যবসায়ী আমাকে অবগত করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে তাৎক্ষনিক ভাবে চকরিয়া ফায়ার সার্ভিসকে অবগত করলে তারা দ্রুত ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডে দুইটি খাবার হোটেল, একটি পাইপের দোকান ও চারটি ব্যাচেলর বাসা পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে । দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তত আরো ৩০টির মতো দোকান আগুনে ভস্মীভূত হওয়ার সম্ভাবনা ছিল বলে এলাকাবাসী জানান।
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান ও ৪টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান ব্যবসায়ীসহ বাসা মালিকদের অন্তত ৬০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে চকরিয়া বায়তুশ শরফ রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরশহরের ৮নম্বর ওয়ার্ডস্থ বায়তুশ শরফ রোডের দোকান ব্যবসায়ীরা তাদের নিয়ম মোতাবেক প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আকস্মিকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেই মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ৩ দোকান ও ৪টি বাসা পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব বলেন, বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আকস্মিক ভাবে আড্ডা বাড়ি খাবার হোটেলের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে কয়েকজন ব্যবসায়ী আমাকে অবগত করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে তাৎক্ষনিক ভাবে চকরিয়া ফায়ার সার্ভিসকে অবগত করলে তারা দ্রুত ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডে দুইটি খাবার হোটেল, একটি পাইপের দোকান ও চারটি ব্যাচেলর বাসা পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে । দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তত আরো ৩০টির মতো দোকান আগুনে ভস্মীভূত হওয়ার সম্ভাবনা ছিল বলে এলাকাবাসী জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট