1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি |

 

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় ওসমা মণি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (মে) রাত ১টার দিকে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডস্থ হালকাকারা মৌলভীরচর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শিশু ওসমা ওই এলাকার হালকাকারা এলাকার প্রবাসী উসমানের মেয়ে।

স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান, হালকাকারা মৌলভীরচর এলাকায় শনিবার রাত ১টার দিকে বাহাদুর মেস্ত্রির বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন নেভাতে। কয়েক মিনিটের মধ্যে আগুনের লেলিহান শিখা বসতঘরে ছড়িয়ে পড়ে। ওইসময় বাড়িতে সবাই ঘুমন্ত ছিল। বাড়িতে আগুন দেখে ঘুম থেকে জাগ্রত হয় প্রবাসী উসমানের স্ত্রী। আগুন দেখে এসময় তার দুই সন্তান নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। মেয়ে ওসমা মণি তার চাচির সঙ্গে ঘুমিয়ে ছিল অন্য একটি কক্ষে। ওই ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় উসমানের মেয়ে ওসমা মণির। তবে, বাহাদুর মেস্ত্রি ও তার অপর ভাইয়েরা স্ত্রী-সন্তান নিয়ে আলাদা আলাদা ঘরে থাকায় আগুনের ক্ষয়ক্ষতি থেকে প্রাণে বেঁচে যান।

স্থানীয় সাবেক কাউন্সিলর রেজাউল করিম বলেন, প্রবাসী উসমানের ঘরটি বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। রান্না ঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত একটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

অপরদিকে, রবিবার সকালের দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, এমপি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহয়তা হিসেবে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, কাপড়-চোপড় ও বাড়ির নানা সরঞ্জামাদী তুলে দেন। এছাড়াও পুড়ে যাওয়া বসতঘরটি দ্রুত মেরামত করে দেয়ার দায়িত্ব নেন তিনি। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, কয়েক ঘণ্টা চেষ্টার পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। এ ঘটনায় ওসমা মণি নামে এক শিশু আগুনে পুড়ে মারা গেছে। মূলত শিশুটি আরেকটি কক্ষে ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট