চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় মুজিব শত বর্ষের ঘর দেওয়ার নামে গরীব অসহায় ২ মহিলার পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘর না দিয়ে প্রতারণা করেন রফিকুল ইসলাম নামের এক প্রতারক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেন খুটাখালীর ৪নং ওয়ার্ডের গর্জনতলী এলাকার আলী জোহার এর স্ত্রী নাছিমা আকতার ও লেদু মিয়ার স্ত্রী ছৈয়দা খাতুন।
অভিযোগে জানা যায়, গত ২০২১ সালের ১৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মুজির বর্ষের ঘর দেওয়ার নামে আমাদের কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম প্রকাশ সাঈদী রফিক। যথা সময় ঘর না পেয়ে তার কাছে টাকা ফেরত চাইলে অশ্লীল ভাষায় গালি গালাজ, মারধর সহ টাকা ফেরত দিবে না বলে যেখানে খুশি সেখানে বিচার দায়ের করতে বলেছেন প্রতারক। তার ক্ষমতা বেশি বলেই স্থানীয় কোন লোক তার শালিস করে না। বিধায় টাকা ফেরত চেয়ে আবেদনটি করা হয়।
চকরিয়া থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত অভিযোগটি তদন্তের জন্য আমাকে হাওলা করেন। আমি প্রতারক রফিককে ফোনে বিষয়টি জানালে, সে কক্সবাজার শহরে থাকে, আসতে সময় লাগবে বলে লাইন কেটে দেয়। সুতরাং আমি বাদীর কাছ থেকে টাকা নেওয়ার স্বীকারোক্তিমূলক ভিডিও দেখেছি। তাই আরো যাচাই বাচাই করে বিবাদী না আসলে আমি প্রতিবেদন দিয়ে দিব বলে জানিয়েছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত