মো. নুরুল করিম আরমান, লামা |
দেশে শৈতপ্রবাহে পড়ছে কনকনে হাঁড় কাঁপানো শীত। এতে কষ্টে পড়েন প্রত্যন্ত এলাকার অসহায়, দারিদ্র ও দু:স্থ মানুষগুলো। এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মানবাধিকার সংগঠন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর কক্সবাজার জেলা শাখা ও অনলাইন ভিত্তিক সফল ব্যবসা প্রতিষ্ঠান ‘রানীর রান্না ঘর’। এ দু সংস্থার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার ডুলহাজারা ইউনিয়নের বৌরাগীর খীলস্থ সাবেক ইউনিয়ন পরিষদ সচিব মছিহুদদৌলা চৌধুরীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে ২০০ শীতার্ত নারী পুরুষের মাঝে শীত কম্বল ও শাল কাপড় প্রদান করা হয়। এতে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মুখপাত্র ফয়সুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদিকা ও রানীর রান্না ঘরের সত্বাধিকারী, উদ্যোক্তা, জয়িতা ফাতেমা বেগম রানী প্রমুখ উপস্থিত ছিলেন। শীত বস্ত্র বিতরণের সত্যতা নিশ্চিত করে রানীর রান্না ঘরের সত্বাধিকারী ফাতেমা বেগম রানী বলেন, শীতের তীব্রতা বাড়ার কারণে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষগুলো খুব কষ্টে মানবেতর জীবন-যাপন করছে। এদিক চিন্তা করে একটু উষ্ণতার জন্যেই এ শীতবস্ত্র বিতরণের উদ্যোগ।