চকরিয়ায় শাহ মওলানা বদরুদ্দোজা হেলালী (রাহ:) স্মৃতি ফাউন্ডেশন গঠিত
প্রতিবেদকের নাম:
প্রকাশিত:
শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
৩৩৫
বার পড়া হয়েছে
অলিউল্লাহ রনি, চকরিয়া ।
চকরিয়ায় সোসাইটি বাইতুল মাওয়া শাহী জামে মসজিদ ও মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সম্মানীত প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব হযরত শাহ মাওলানা বদরুদ্দোজা হেলালী (রাহ:) স্মৃতি ফাউন্ডেশন গঠিত। ২৪ফেব্রুয়ারী’২৩ইং রাতে অনুষ্টিত মতবিনিময় সভায় একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহবায়ক হিসেবে মরহুম মাওলানার বড় নাতি চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ এবং সদস্য সচিব হিসেবে মরহুমের নাতি এস এম ইরফান চৌধুরী নির্বাচিত হয়।
সভায় মরহুমের জীবনি, শিক্ষা, ধর্মীয়, সেবা ও সমাজ উন্নয়ন বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। মরহুম মাওলানার সুযোগ্য সন্তান মোঃ মহিউদ্দিন, নাজেম উদ্দিন, কফিল উদ্দিন, নাতি রুহুল আমিন ও আবদুর রশিদসহ, বোন, ছেলে ও মেয়ে ঘরের নাতিগন অংশ গ্রহণ করেন।