জিয়াউল হক জিয়া,কক্সবাজার |
কক্সবাজার উত্তর বনবিভাগের,চকরিয়া পৌর-শহর থেকে লাইসেন্স বিহীন অবৈধ ৩টি করাত কল সাময়িক ভাবে উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বনবিভাগ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দিনে অভিযানটি চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাত-উজ-জামান। অভিযানটি বনবিভাগের স্ব-উদ্যোগে করার পরিকল্পনা করা হয়েছে বলে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চকরিয়াস্হ ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তা মোঃ মেহরাজ উদ্দিন। তিনি জানান,চকরিয়া পৌর-শহরের বাঁশঘাটা নামক এলাকায় লাইসেন্স বিহীন অবৈধ ৩টি করাত কল সাময়িক ভাবে উচ্ছেদ করা হয়।এসময় ৩টি বৈদ্যুতিক মোটর, ৩টি চাকা, করাত ও বিবিধ কাঠ জব্দ করা হয়। দ্রুত তম সময়ের মধ্যে লাইসেন্স করা না হলে উক্ত স্থানে আবারও অভিযান পরিচালনা করে করাত কল গুলো স্হানীয় ভাবে বন্ধ করে দেওয়া হবে,এমন নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এছাড়াও অভিযানে ফাঁসিয়াখালী রেঞ্জের সকল বিট অফিসার, স্টাফ, আনসার, সিপিজির সদস্য ও ভিলেজারগণ উপস্থিত ছিলেন।