স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় ৪৯ হাজার পিচ ইয়াবা নিয়ে দুটি মোটর সাইকেল সহ ৩ জন পাচারকারীকে আটক করেন থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) ভোরে চকরিয়া বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মোঃ জাহেদ(২২) কক্সবাজারের টেকনাফ উপজেলার হৃীলা ইউপির ৯নং ওয়ার্ডের জাদিমুড়া এলাকার জাফর আহমদ ছেলে,হাবিবুর রহমান প্রকাশ হাবিব(২৩) একই উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার মোঃ ইউসুফ ছেলে ও মোঃ মফিজ উদ্দিন(২৩) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউপির ৮নং ওয়ার্ডের ধ্রæরংখালী এলাকার এজাহার মিয়া ছেলে।
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করা হয়।পরে তাদের থেকে ৪৯ হাজার পিচ ইয়াবা পাওয়া গেলে,তখন তাদের তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদক মামলায় আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে।