জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
চকরিয়ায় মহাসড়ক পারাপার করার সময় যাত্রীবাহী পূরবী বাসের ধাক্কায় মাবিয়া খাতুন (৬৬) নামে বৃদ্ধা পথচারী নারী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত-মাবিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের খিলছাদক গ্রামের মৃত রহমত আলীর স্ত্রী।
স্হানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান-ঘটনার দিন বিকেলে বৃদ্ধা নারী মাবিয়া দৌঁড়ে মহাসড়ক পারাপার করার সময় বেপরোয়া গতিতে আসা কক্সবাজারগামী পূরবী(বাস নং-ঢাকা মেট্রো ব-১১-১২৩২) বাসের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক আহত শারিরীক অবস্থা গুরুতর দেখে চমক হাসপাতালে রেফার করেন।পরে নিহতের স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মাবিয়া মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন,দৌঁড়ে রাস্তা পারাপার করার সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধা নারী আহত হয়।পরে হাসপাতালে চিকিৎসার সময় সে মারা যান।লাশ হস্তান্তরের প্রক্রিয়ার পথে।র্দুঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে।এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত