চকরিয়া প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া পৌরসভা বিএনপি’র নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সাক্ষরিত উক্ত কমিটি ঘোষণা দেন। জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক উক্ত কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া পৌরসভা বিএনপির কমিটিতে সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দারকে সভাপতি, এম.আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক, এম. গিয়াস উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কমিশনার মো: নুরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এদিকে, বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত চকরিয়া পৌরসভা বিএনপি’র কমিটি ঘোষণা হওয়ার পরপরই দলীয় নেতা-কর্মীরা তাদের সাথে ফুলের তোড়া দিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। এছাড়াও নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি ঘোষণা করায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদকে এবং নবনির্বাচিত ঘোষিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত