জিয়াউল হক জিয়া, চকরিয়া।
কক্সবাজারের চকরিয়া পৌর-শহরস্হ লাইসেন্স বিহীন বা নবায়নহীন ৪টি হাসপাতালকে পৃথকভাবে ১লক্ষ ১৫হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেল ৪টা ৬টা পর্যন্ত পৌর-শহরে অভিযানটি পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাত-উজ-জামান,সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনর্চাজ ডাঃ শোভন দত্ত সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,থানা পুলিশের একটি টিম।
অভিযানের সত্যতা নিশ্চিত করছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন দত্ত।তিনি জানান,স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক লাইসেন্স বিহীন হাসপাতাল এবং ল্যাব বন্ধে চকরিয়া স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাতুজ্জামান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের
অভিযান পরিচালিত হয়েছে। লাইসেন্স নবায়ন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, মেডিকেল টেকনোলজিস্ট বিহীন রিপোর্ট প্রদানের কারণে চকরিয়া শেভরন হাসপাতাল ও ডায়াগনস্টিক ৬০ হাজার টাকা,ম্যাক্স হাসপাতালকে ৩০ হাজার টাকা,চকরিয়া মা ও শিশু জেনারেল হাসপাতাল ৫হাজার টাকা ও সিটি হাসপাতাল ২০ হাজার সহ মোট ১লক্ষ ১৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এছাড়াও জরিমানা আদায়কৃত হাসপাতালকে সংশোধন জন্য ১মাসের সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত