কক্সবাজারের চকরিয়ায় পৃথক অভিযানে গাছ আর বালুভর্তি ২টি ডাম্পার গাড়ীসহ ২ ব্যক্তিকে আটক করেন সংশ্লিষ্ট বনবিভাগ। শুক্রবার (৩ মার্চ) পাগলির বিল এলাকা থেকে অবৈধভাবে পাচারকালে ধাওয়া করে গাছভর্তি গাড়ী ও একইদিন দুপুর ১২ টায় পালাকাটা থেকে বালুভর্তি ডাম্পার গাড়ীসহ সাথে দুই জনকে আটক করা হয়।
এ বিষয়ে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনি কুমার রায় জানান, চুরি করে অবৈধভাবে বনে ঢুকে পাচারকারীরা গাছ কর্তন আর বালু উত্তোলন করে। পরে তারা বনবিভাগের লোকজনকে গোপনে পাহারা দিয়ে এসব পাচার করে। এমন সংবাদ পেয়ে ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তার নেতৃত্বে আমি ও সঙ্গীয় স্টাপ নিয়ে গাড়ীগুলো ধাওয়া করে পৃথক পৃথক স্থান থেকে গাড়ীগুলো জব্দ করি। এছাড়া গাছের গাড়ীর চালক পালিয়ে গেলেও বালুভর্তি গাড়ীর চালক পাচারকারী দুইজনকে আটক করা হয়েছে। পরে একইদিন বিকেলে জব্দকৃত অবৈধ গাড়ীগুলোসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত