কক্সবাজার চকরিয়া থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। ৫ এপ্রিল, বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খান। এর আগে, মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১১ টায় চকরিয়া বিএমচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান জানান, গোপন সংবাদে ভিত্তিতে চকরিয়া পেকুয়া পাকা সড়কের বিএমচর ইউপিস্থ ৬ নং ওয়ার্ডের নুরজানী বাপের পাড়া জামে মজজিদ এলাকার মিজানের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
আটককৃতরা হলেন, চকরিয়া ফুচ্ছালিয়া ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মঞ্জুর আলমের ছেলে আব্দুল মান্নান প্রকাশ মন্নান(৩৮) একই এলাকার খোরশেদ আলমের দুদু মিয়া (৩২)।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ তারা টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। আটকের পর তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত