চট্টগ্রামের হাটহাজারিতে বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। ৭ নভেম্বর, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী থানাধীন মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়িমুখী সিএনজি অটোরিকশাটি এবং চট্টগ্রামগামী বাসের সংঘর্ষে নিহত ৭ জনের মধ্যে তিনজন শিশু, দুইজন মহিলা ও দুইজন পুরুষ। নিহতরা হলেন- বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা(১০), দীপ (৩) ও দিগন্ত (৩)।
তাদের প্রত্যকের বাড়ি চন্দনাইশ থানার মোহাম্মদপুর ধোপপাড়ার মাস্টার বাড়ি বলে জানা গেছে। নিহতের পরিবারের সদস্য পল্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত