চট্টগ্রাম মহানগরীর রাজাখালী এলাকায় বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১ মে) বেলা ১১টায় ওই এলাকার জামাই বাজারের তুলাতুলি বস্তিতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানান, সোমবার সকালে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, লামার বাজার ও নন্দনকানন স্টেশনের ৭টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷ আগুনে কয়েকটি ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে।