চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ২৪ এপ্রিল, সোমবার দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দগ্ধরা হলেন- কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তে অটোরিকশায় আগুন ধরে যায়। এসময় অটোরিকশাটির যাত্রী একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত