চট্টগ্রাম প্রতিনিধি |
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়ে মেডিক্যালে ভর্তি হয়েছেন একজন। আজ সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দক্ষিণ হালিশহর এলাকায় রোববার (২৭ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ দম্পতিকে তাদের ছেলে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন।
শনিবার রাতে ওই এলাকার ধপফুলের দিদারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৬৫)। আহত ব্যক্তি নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।
নিহত আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা জানান, আমরা শনিবার রাতে খেয়ে ঘুমিয়ে ছিলাম। পরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আহত অবস্থায় মা-বাবাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। মা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত