চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড় ধসে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা সম্পর্কে বাব এবং মেয়ে। মেয়েটির বয়স ৭ মাস। রবিবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে ওই এলাকার আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক। মৃতরা হলেন- মো. সোহেল (৩৫) ও তার মেয়ে বিবি জান্নাত (৭)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানান, রোববার সকালে পাহাড়ধসের ঘটনায় আহত চারজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক জানান, রবিবার সকালে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।