চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড়ধসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শুক্রবার বিকেলে আকবর শাহ থানার বেলতলি ঘোনা এলাকায় এই পাহাড়ধস ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে কাজ করছি। হতাহতের সংখ্যা এখনো জানানো যাচ্ছে না।’
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বলেন, ‘আমাদের টিম একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।’ সূত্র- দৈনিক বাংলা।
বিস্তারিত আসছে………..