চট্টগ্রাম নগরীর হাজরী গলির এক ব্যবসায়ীর ১৪টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) পশ্চিম বাকলিয়া এলাকার শীফা জুয়েলার্স থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মো. আলমগীর (৫২) এবং সরোয়ার (৩২)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া প্রায় ৪০ ভরি স্বর্ণ ও স্বর্ণের বার বিক্রয়ের নগদ ১৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে একই ঘটনায় জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ‘হাজারি গলির স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে তাদের কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়।’
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত