নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের ডিএফও’র নেতৃত্বে কক্সবাজারে মহেশখালীতে গত দুই দিন অভিযান চালিয়ে শতাধিক একর প্যারা বনভুমি উদ্ধার করা হয়েছে। এসব উদ্ধার কৃত প্যারা বনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকুল বাসীকে রক্ষার জন্য বনায়ন সৃজন করা হইবে। বনবিভাগ জানায় চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের ঘোরকঘাটা রেঞ্জের আওতাধীন কক্সবাজারের মহেশখালী উপজেলার আমাবস্যা খালী মৌজায় উপকুলীয় বণাঞ্চলে স্হানীয় ভূমিদস্য চক্র কয়েকদিন ধরে প্যারাবন নিধন করে স্কেবেটর দিয়ে মাটি কেটে প্যারা বনের ক্ষতি সাধন করে চিংড়ী ঘের তৈরী করে আসছিল। এ খবর পেয়ে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান ও এসিএফ আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল বনকর্মী গত শুক্রবার ও গতকাল শনিবার দুইদিন ব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে প্রায় ১০০ একর প্যারা বনভুমি উদ্ধার করেছে। ডিএফও আবদুর রহমান জানান উদ্ধার কৃত ভুমিতে বনায়ন সৃজন করা হবে। তিনি বলেন স্হানীয় ভূমিদস্যু এরশাদ গং এই জবর দখলের সহিত জড়িত। এ পর্যন্ত বন বিভাগ তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় ২ টি ও আদালতে ১২ টি মামলা দিয়েছে। এ সব মামলায় আসমী ৫৯ জন। ডিএফও, এসিএফ এর সাথে অভিযানে অংশ গ্রহন করেন ৮ জন রেঞ্জার ও শতাধিক ফরেস্ট গার্ড। অভিযান রবিবার পর্যন্ত চলবে এবং ২০০ একর জায়গা দখল মুক্ত করার প্রক্রিয়া রয়েছে বলে জানান তিনি।