চন্দনাইশ প্রতিনিধি |
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় জমি নিয়ে বিরোধের জেরে বিবাদমান দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের চার জন আহত হয়েছেন। আহতদের গুরতরে অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ জুলাই বড় ভাই ছালেহ আহমদ (৬০) মৃত্যুবরণ করেন। চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিয়াকুল মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিয়াকুল সিকদার পাড়া এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে ছালেহ আহমদের সাথে তার দুই ভাই মনির আহমদ ও বশির আহমদের সাথে গত এক যুগ ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ৮ বছর আগে ছালেহ আহমদের সাথে তার ভাই বশির আহমদের মারামারি হয়। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসা নেয়ার পর বশির আহমদ তার ভাই ছালেহ আহমদকে আসামি করে মামলা করেন। মামলার পর ছালেহ আহমদ তার স্ত্রী-সন্তানদের নিয়ে পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার দিন সকালে বিরোধীয় জমিতে শ্রমিকদের নিয়ে আমন ধানের চারা রোপণ করছিলেন মনির আহমদ ও বশির আহমদ। সংবাদ পেয়ে ছালেহ আহমদ তার ছেলে ইব্রাহিমকে নিয়ে সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ছালেহ আহমদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছালেহ আহমদ এর মৃত্যু হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত