প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৩, ১:৩৭ অপরাহ্ন
চকরিয়ার জাতীয় উদ্যানে বিনামূল্যে সাড়ে বার হাজার গাছের চারা বিতরণ
জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
"গাছ লাগিয়ে যত্ন করি,সুস্হ প্রজন্মের দেশ গড়ি"এই শ্লোগানের আলোকে কক্সবাজারের চকরিয়ায় বিনামূল্য যৌথভাবে সাড়ে বার হাজার গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) শীতল পাল। মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল ১১টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ ফুলছড়ি রেঞ্জাধিন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান অফিস চত্বরে চারা বিতরণ করা হয়েছে। এবিষয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের কর্মরত সহকারী বনসংরক্ষক (এসিএফ) শীতল পাল জানিয়েছেন-মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর্দেশক্রমে"গাছ লাগিয়ে যত্ন করি,সুস্হ প্রজন্মের দেশ গড়ি"জাতীয় এই শ্লোগানের আলোকে উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ আয়োজনে উপস্হিত প্রায় আড়াইশত নারী-পুরুষ মাঝে ফলজ-বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করি।প্রত্যক উপকারভোগিকে ৩০টি করে চারা দিয়েছি।এছাড়াও সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে এই চারা দেওয়া হবে।এভাবে সাড়ে বার হাজার চারা বিতরণ কার্যাক্রম শুরু করি। এসময় ফুলছড়ি রেঞ্জকর্মকর্তা হুমায়ূন আহমদ,ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তা মেহরাজ উদ্দিন,দুই রেঞ্জের অধিন বিভিন্ন বনবিটের কর্মকর্তা-কর্মচারী,ইউনিয়ন পরিষদের সচিব মোজাহের আহমদ,সিএমসি কমিটি ও ইউনিয়ন আ'লীগের সভাপতি জয়নাল আবেদীন এবং সিএমসির অন্যান্য দায়িত্বশীল সহ প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেঠান মুন্সী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক,উপকারভোগিরা উপস্হিত ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত