কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ পাহাড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ৮ জনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে টেকনাফের লেদা, জাদিমুড়া, শালবাগান ও নয়াপাড়া রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্পসহ বেশ কয়েকটি দুর্গম পাহাড়ে অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অভিযানে নেতৃত্ব দেন ১৬-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নূর।
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ১৬-এপিবিএনের পুলিশ সুপার (এসপি) মো. জামাল পাশা বলেন, ‘ক্যাম্পসংলগ্ন পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবরে অতিরিক্ত ডিআইজি স্যারের নেতৃত্বে আমরা পাহাড়ে থাকা সন্ত্রাসীদের ধরতে পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় ড্রোনের মাধ্যমে পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করা হয়। পরে পাহাড়ে কমান্ডো টিমের মাধ্যমে তল্লাশি চালিয়ে ৮ জনকে আটক করা হয়।’
এসপি জামাল পাশা আরও বলেন, ‘এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান ও ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। ওইসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’ সূত্রে- দৈনিক বাংলা
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত