কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটের হুলবুনিয়া থেকে লাশ দু'টি উদ্ধার করে পুলিশ।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শুক্রবার সকাল ৮টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাট হতে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণে হুলবুনিয়া এলাকায় সমুদ্র সৈকতে দু'টি অর্ধগলিত অজ্ঞাত লাশ জোয়ারের পানিতে ভেসে আসে।এ ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশের একটি টিম লাশ দু'টি উদ্ধার করে।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির এসআই নূর-এ আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার বেলা ১১টার দিকে দ্বীপের সমুদ্র সৈকত থেকে দু'টি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।তবে তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ মধ্যে হতে পারে।
এসআই জানান, লাশ দু'টির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।