কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেদ আইসসহ বহনকারী কাঠের ১ টি নৌকা জব্দ করেছে টেকনাফের ২ বিজিবি সদস্যরা। ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে মির্জা জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে কৌশলগত অবস্থান নেয়। এসময় টহলদল গভীর রাতে দুইজন ব্যক্তি একটি কাঠের নৌকা করে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে মির্জা জোড়ার দিকে আসতে দেখে। টহলদল নৌকাটির কাছে যাওয়ার সাথে সাথে নৌকায় থাকা ব্যক্তিরা নাফ নদীতে লাফ দিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
টহলদল নৌকাটি তল্লাশি করে নৌকার পাটাতনের নীচে থেকে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (মালিকবিহীন অবস্থায়) জব্দ করে এবং অবৈধভাবে মাদকদব্য বহনের দায়ে নৌকাটিকে আটক করা হয়। তিনি আরো জানান, চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।