কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে পলাতক মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আজ শুক্রবার, ৭ এপ্রিল দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানান কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।
গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে সাবরাং নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক মমতাজ (৩৫) উপজেলার সাবরাং ঝিনাপাড়া এলাকার ফজল আহমেদের ছেলে।
অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, র্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকা থেকে দীর্ঘ পাঁচ বছর আত্মগোপনে থাকা পলাতক আসামী কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী কে পরবর্তীতে আইনানুুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত