কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ-সংলগ্ন সমুদ্রসৈকত থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তবে পরিচয় জানা যায়নি।
বুধবার সকাল ১০টার দিকে টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকার ঘাটসংলগ্ন সমুদ্রসৈকতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। তাদের দেয়া খবরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা ধারণা করছেন, ওই নারী হয়তো রোহিঙ্গা, ট্রলারযোগে মালয়েশিয়া বা কোথাও যাচ্ছিলেন, সেখানে কোনো দুর্ঘটনার কারণে তাকে সাগর ফেলে দেয়া হয়েছে। পরে জোয়ারের পানির সঙ্গে তার মরদেহ ভেসে আসে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দৈনিক বাংলাকে বলেন, ‘সকালে সাগরে মরদেহ ভেসে আসার খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এলাকাবাসী জানান, তিনি কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার জন্য সিআইডিকে মরদেহ হস্তান্তর করছি। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাব।’ সূত্র- দৈনিক বাংলা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত