মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সংসদ কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী, বাসন্তী চাকমা এবং নোমান আল মাহমুদ অংশগ্রহণ করেন।
জানা গেছে, কমিটির আগের বৈঠকে পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে কমিটির সদস্য দীপংকর তালুকদার পার্বত্য এলাকায় মাঝেমধ্যে অবৈধ অস্ত্রধারীদের কারণে অশান্ত হয়ে ওঠে উল্লেখ করে নির্বাচনের আগেই অস্ত্র উদ্ধারে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেন।
পার্বত্য বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা কেএনএফের কার্যক্রম নিয়ে কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক ও আইনশঙ্খলা বিঘ্নের সঙ্গে জড়িত থাকায় সমাজসেবা অধিদপ্তর তাদের নিবন্ধন বাতিল করেছে। কেএনএফ সদস্যরা প্রশিক্ষণপ্রাপ্ত ও জঙ্গিগোষ্ঠী সম্পৃক্ত হওয়ায় যে কোনো সময় সেখানকার রাজনৈতিক পরিস্থিতি অবনতি হতে পারে। তিনি বলেন, বিভিন্ন দল, উপদলের কারণে বান্দরবানের পাড়ামহল্লায় মানুষ ভীত-সন্ত্রস্ত রয়েছে। তারা নীরবে সন্ত্রাস ও চাদাঁবাজের শিকার হচ্ছে। ৫ বছরে এখানে বিনাবিচারে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। নির্বাচনের আগে আইনশঙ্খলা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
কমিটর সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, পার্বত্য এলাকার পাড়ামহল্লাসহ বিভিন্ন স্থানে নীরব চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সংসদীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার গণমাধ্যমকে বলেন, পার্তব্য চট্টগ্রামের তিন জেলায় অবৈধ অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজদের কোণঠাসা করে রাখার ব্যবস্থা করতে আমরা সুপারিশ করেছি। যাতে মানুষ ভোট দিতে পারে।
এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবারের বৈঠকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী জাতীয় নির্বাচনের আগে অবৈধ আগ্নেয়াস্ত্র যেন দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে রাঙামাটি মেডিকেল কলেজ ভবনের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শুরু করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত প্রকল্পের কাজ বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত