লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার থানচি উপজেলায় এক খেয়াং নারীকে হত্যার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছেন সরকারী মাতামুহুরী কলেজের ক্ষুদ্র-নৃগোষ্ঠি শিক্ষার্থীরা। এ উপলক্ষে বুধবার দুপুরে সচেতন আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে কলেজ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সম্মুখ সড়কে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
ঘটনার তদন্ত করে খুনীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুলে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের লামা উপজেলা সভাপতি মহেন্দ্র ত্রিপুরা ও সহ সভাপতি শীমন জালাই ত্রিপুরা, কলেজ শিক্ষার্থী লাকি মার্মা, থুইমে মার্মা, মং মার্মা, মংক্য এ মার্মা ও অংযানু মার্মা।
এর আগে থানচি উপজেলার তিন্দু এলাকার একটি নালা থেকে গত সোমবার বিকেলে চিংমা খেয়াং নামের এক নারীর (২৯) লাশ উদ্ধার করে পুলিশ।