বান্দরবান জেলার থানচি উপজেলায় বিদ্যুৎতের তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরেে উপাজেলার মৈত্রী শিশু সদনে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত শ্রমিক আলীকদম উপজেলার সদর ইউনিয়নের পানবাজার এলাকার বাসিন্দা সৈয়দ নুরের ছেলে আবদুল গফুর (৪৬)।
নির্মাণ শ্রমিকেরা জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ লক্ষ টাকার ব্যয়ের মৈত্রী শিশু সদনের ছাত্রীনিবাস ভবন নির্মানের কাজ চলছিল। বাস্তবায়ন কাজের ঠিকাদার আলিকদমের নয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ফোগ্য মারমা। তিনি বৃহস্পতিবার সকালে ভবনের নির্মাণ কাজের জন্য দুই গাড়ি বালি পাঠায়। মৈত্রী শিশু সদনটি পাহাড়ের উপর হওয়ায় নিচ থেকে বালি বস্তায় ভরে উঠা-নামার জন্য চার জন শ্রমিক আলিকদম থেকে যান। বস্তায় করে বালি তোলার সময় ক্লান্ত হয়ে রাস্তার পার্শ্বে থাকা বিদ্যুৎতের খুঁটির টানা তারে স্পৃষ্ট হয়। পরে সঙ্গীয় শ্রমিকরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক গফুরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানচি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ইমদাদুল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।