থানচি থানার নতুন ওসির সাথে প্রেস ক্লাবের মতবিনিময় প্রতিনিধি থানচি বান্দরবান ১৫ ডিসেম্বর ২০২৩ বান্দরবানে থানচি উপজেলার থানার নতুন যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন (ওসি)র সাথে প্রেসক্লাবের মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)সাথে পেশাদার সাংবাদিক সংগঠন থানচি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় হয়। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন,আমি সরকারের অর্পিত দায়িত্ব যথাযথ মর্যাদায় পালন করে যাবো, পাহাড়ে নানান জাতির সত্তা বসবাস করেন সুতারাং অসম্প্রদায়িক,মুক্তিযুদ্ধে চেতনা কাজ করা হবে। সাংবাদিকরা হল তৃতীয় চোখ ও সমাজের দর্পণ। পুলিশ সাংবাদিক হলো একই সূত্রের গাঁথা আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা আহ্বান জানান। তিনি এর আগেই রাঙামাটি জেলার কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। এসময় থানচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ সভাপতি শহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক রেম্বো ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক চহ্লামং মারমা, যুগ্ম সম্পাদক চিংথোয়াইঅং মারমা, দপাতর সম্পাদক থুইমংপ্রু মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মর্টি ত্রিপুরাসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।