মংছিংপ্রু মার্মা |
দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের পক্ষে উঠান বৈঠক, গণ সংযোগ ততই বাড়ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নৌকা মার্কা সমর্থনে লামা উপজেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন বিভিন্ন পাড়া, দূর দূরান্ত পাহাড়ে চূষে বেড়াচ্ছে। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে সাক্ষাত করছেন। গণ হারে লিফলেইট বিতরণ করছেন।
পাহাড়ী পল্লীতে শীতের সকালে আগুনে শীত পোহাতে আসার মানুষের কাছে গিয়ে ভোট কেন্দ্রের যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। অন্যদিকে লামার পৌর এলাকারবাসী জাতীয় পার্টি জাপার মনোনীত প্রার্থী এ টি এম শহীদুল ইসলাম লাঙ্গল মার্কার জয়ের লক্ষ্যে প্রচার প্রচারণা, গণ সংযোগ বেড়ে চলছে। পাড়াতে পাড়াতে প্রার্থী নিজে উপস্থিত থেকে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। উপজেলা তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা আগামী ৭ তারিখ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তারা জানিয়ে যাকে ভোট দিলে পাহাড়ে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন আসবে তারা শুধু তাকেই ভোট দিবে। তারা প্রত্যেশা করছে, ৭ তারিখ উৎসব মূখর পরিবেশে ভোট কেন্দ্রে সবাই উপস্থিত থাকবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত