দিঘিনালা প্রতিনিধি |
খাগড়াছড়ির দীঘিনালায় রমজান উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ পিএসসি।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার ১২৫ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, আটা, তেল, ডাল, চিনি বিতরণ করা হয়। এব্যাপারে উপজেলার হাচিনসনপুর গ্রামের আলী আজম(৬৫) জানান, ত্রাণ পেয়ে খুব ভালো লাগছে। ভালোভাবে রোজা থাকতে পারবো বলে সন্তোষ প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের স্টাফ অফিসার মেজর নূর নাফিজ ইসলাম, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব প্রমুখ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত