মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাতকানিয়া–লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সহযোগিতায় দু’জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সংগঠনটির সামাজিক ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা জানান, চলাচলে অক্ষম দুইজন সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ–কষ্ট লাঘবের উদ্দেশ্যে এ হুইলচেয়ার প্রদান করা হয়। এতে উপকারভোগীরা সহজে চলাফেরা করার সুযোগ পাবেন এবং তাদের পরিবারও স্বস্তি ফিরে পাবে।
হুইলচেয়ার গ্রহণ করতে এসে দু’জন উপকারভোগী নিজের অনুভূতি প্রকাশ করে জানান, আগে চলাফেরা করতে গুরুতর সমস্যায় পড়তে হতো। এখন নতুন হুইলচেয়ার তাদের জীবনে স্বস্তি ও স্বাধীনতার নতুন দরজা খুলে দিয়েছে। তারা মানবিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিক ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিতভাবে সহযোগিতা অব্যাহত থাকবে। মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য ও দায়িত্ব। সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও আরও নানা মানবিক উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত