উপজেলা নির্বাচনের তফসিল রোজার মধ্যে ঘোষণার পর ঈদের পর ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। আনিছুর বলেন, উপজেলা নির্বাচন তফসিল রোজার মধ্যে দেয়া হবে। ঈদের পর নির্বাচনের পরিকল্পনা আছে কমিশনের। আর উপজেলা কত ধাপে হবে, তা তালিকা হাতে পাওয়ার পর কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান এই কমিশনার।
তিনি জানান, সংসদে সংরক্ষিত মহিলা আসনের তফসিল খুব তাড়াতাড়ি দেয়া হবে। ময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোট ৯ মার্চময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোট ৯ মার্চ
এদিকে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনে আগামী ৯ মার্চ ভোট হবে বলে জানিয়েছেন আনিছুর রহমান।
তিনি বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত