থানচি প্রতিনিধি |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং থানচি উপজেলা থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ শুরু করেছেন। সোমবার দুপুরে থানচি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদানের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন বীর বাহাদুর উশৈসিং। এসময় নির্বাচনী জনসভায় সভাপতিত্বে করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি থোয়াই হ্লা মং মারমা। এতে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক হ্লা থোয়াই হ্রী মারমা, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অং প্রু ম্রো, রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুশৈইথুই মারমাসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনসভায় প্রার্থী বীর বাহাদুর উশৈসিং বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎসহ সব খাতে থানচিতে শত শত কোটি টাকার বহু উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। বাস্তবায়িত এসব কাজ দৃশ্যমান। যার সুফল ভোগ করছে এই পাহাড়ি জনপদের হাজার হাজার মানুষ। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৭ম বারের মতো নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ার আহবান জানান।
এদিকে থানচি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভা শেষে সন্ধ্যায় বলিপাড়া বাজারে আয়োজিত সমাবেশে যোগ দেন মন্ত্রী। থানচি সফরকালে বেশ কয়েকটি স্থানে গণসংযোগ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এ বিষয়ে থানচি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, আগামী ৭ জানুয়ারী নির্বাচনে বান্দরবানের ক্লিন ইমেজের রাজনৈতিক নেতা ও স্মার্ট বান্দরবানের রূপকার টানা ৬ বারের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং কে বিপুল ভোটে বিজয়ী করবে থানচি উপজেলাবাসী। এ উপলক্ষে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছে। ভোট কেন্দ্রে ৮০ ভাগ ভোটারকে উপস্থিত করানো হবে বলে দাবী করেন তারা।