ধর্ষণের পাশবিকতা বন্ধে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সংসদের অধিবেশন বন্ধ থাকায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন। যা পরবর্তী অধিবেশনে আইন আকারে পাস করা হবে।
তিনি বলেন, যেকোন সমস্যা সমাধান করাই সরকারের মূল লক্ষ্য। দুর্যোগ মোকাবেলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যারা উদ্বাস্তু হবে তাদের গৃহনির্মাণ করে দেয়া হবে। দেশে একজন মানুষও গৃহহারা থাকবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দূর্যোগকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আশ্রয়ের জন্য কন্ট্রোল সেন্টার ও মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত