নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে ৭ টি দোকান আগুনে পড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে উপজেলার হাজী এম,এ কালাম সরকারী কলেজ গেইটের সামনের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ৩১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবী করা হয়েছে। অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকা মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক বিজিবি,র জোয়ানেরা ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।
১১ বর্ডার ব্যাটালিয়ান (বিজিবি) সদস্যরা প্রত্যেক দোকানির হাতে ৫ হাজার নগদ টাকা, ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২লিটার তৈল ও ১ কেজি করে লবন সামগ্রি তুলে দেন। ত্রাণ বিতরণের সময় বিজিব ‘র উপ-অধিনায়ক মেজর মোঃ মহিউদ্দিন এসপিপি,পিএসসি বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধের পাশাপাশি আকস্মিক মানবিক দূর্ঘটনার কোন খবর পেলে বিজিবি চেষ্টা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা হাত বাড়িয়ে দিতে । তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে এই মানবিক দূর্ঘটনার সংবাদ পেয়ে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে যতসামান্য কিছু দিতে পেরে বিশেষ করে বিজিবি গর্বিত।
এদিকে,ক্ষতিগ্রস্ত দোকানদার মুহাম্মদ রফিক জানান, ঘটে যাওয়া ৭টি দোকানের মধ্যে আমি বেশী ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার মুদির দোকান থেকে এক পিস মালও বাহির করতে পারিনি। আমার সর্বমোট ৭ লাখ থেকে ৮ লাখ টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমার শেষ সম্বল হারিয়ে এখন আমি পরিবারপরিজন নিয়ে কি ভাবে চলবো তা দিশাহারা হয়ে পড়েছি। আমি যেন ব্যবসাতে ঘুরে দাঁড়াতে পারি সেই ব্যবস্তা টুকু স্থানীয় প্রশাসন ও বিভিন্ন এনজিওদের সংস্থা থেকে ব্যবসায়ীক লোনের সহযোগিতা কামনা করছি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত