শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি |
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কে. আর.ই নামক ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ইট ভাটা থেকে আনুমানিক ৩ লাখ পিচ পাকাপোক্ত ইট, ১ লাখ পিচ কাঁচা ইটসহ ৫ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। এদিকে আজুখাইয়া এলাকা থেকে দুইটি অবৈধ করাতকল স্থাপনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকাও জরিমানা করা হয়। ৫ জানুয়ারি সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভূমি কমিশনার ইশরাত জাহান ইতু।
জানাযায়, ঘুমধুমের আজুখাইয়া এলাকায় সরকারের নির্দেশনা অমান্য করে কে.আর.ই নামক ইট ভাটা স্থাপনের খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে কাঁচা-পাকা ইট ও জ্বালানি কাঠ জব্দ করা হয়। পরে একি এলাকা থেকে অবৈধ করাতকল স্থাপনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ইতু, নাইক্ষ্যংছড়ি রেন্ঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর নাঈম উদ্দিনসহ ফায়ার সার্ভিসের সদস্য ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত