শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়ন থেকে অস্ত্র বিক্রির সময় ইস্কান্দার (১৬) নামে এক যুবকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইটি একনলা দেশীয় বন্দুক জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো; মাসরুরুল হক জানান, শুক্রবার ১০জানুয়ারি সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানাযায়, আটক ইস্কান্দর রামু গর্জনিয়া ইউনিয়নের তোয়াইঙ্গাকাটা গ্রামের নুরুল বশার ছেলে। সূত্রে জানান, এসআই আবু সায়েম এর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাতে বাইশারী ৮নং ওয়ার্ডের হরিণখাইয়া সাকিনস্থ ১১ নং রাবার প্লট গাজী রাবার প্রসেসিং প্লান্ট বাইশারী ইউনিট রাবার ফ্যাক্টরীর সামনে এলাকা থেকে অস্ত্র ক্রয়ের লেনদেনের খবরে সর্তকতার সাথে পুলিশ টিম পৌঁছে ঘটনা স্থলে। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে ইসকান্দর কে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে দুইটি একনলা দেশীয় তৈরি গাদা বন্দুক জব্দ করা হয়। নাইক্ষ্যংছড়ি থানা ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, আটক অস্ত্র ব্যবসায়ী এবং পলাতক ব্যাক্তির বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তিনি আরও জানান পলতক আসামীদের গ্রেফতার, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে।