লামা প্রতিনিধি।
তথ্য অফিস, লামা ও গ্রাউসের যৌথ উদ্যোগে "ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যের প্রাপ্তি নিশ্চিতকরণ" প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি পরবর্তী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ভিত্তিক আলোচনা সভা হাজী ফিরোজা বেগম স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের উপ পরিদর্শক আমিনুর রহিম, স্থানীয় কারবারি চাইচিং অং। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গ্রাউস'র (গ্রাম উন্নয়ন সংগঠন) সহকারী প্রকল্প কর্মকর্তা সুইনু প্রু মার্মা।
সভায় প্রধান অতিথি সহকারি তথ্য অফিসার রাশেদুল হক রাসেল তথ্য অধিকার-২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি সহজে তথ্য প্রাপ্তির ধাপ ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন এবং তথ্য অধিকার নিশ্চিতে ডিজিটাল স্বাক্ষরতার উপর গুরুত্বারোপ করেন।
মানুষ যেন সহজে, দ্রুত, ও নির্ভরযোগ্যভাবে পরিবেশ সম্পর্কিত তথ্য (বায়ুদূষণ, পানিদূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন, শিল্পকারখানার প্রভাব ইত্যাদি) সরকারি ও বেসরকারি সংস্থা থেকে সংগ্রহ করতে পারে—সেসবের সহজ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন ।

সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি তথ্য অধিকার নিশ্চিতে সচেতনতার উপর জোর দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্যের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত