প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৩, ৯:৩৫ পূর্বাহ্ন
নাইক্ষ্যংছড়িতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি এর অধীনে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৩১ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় বাইশারী ইউনিয়ন পরিষদের হলরুমে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েনর প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক ১০দিনের প্রশিক্ষন শেষে ৩২ জন পুরুষ ৩২জন মহিলা প্রশিক্ষনার্থীদের সনদ ও ভাতা প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আরমান ভূইয়া, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আবদুর রশিদ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিক মোঃ ওমায়ের জাহিদ, প্লাটুন কমান্ডার মোঃ হাসান, মোঃ আবুল বশর নয়ন প্রমূখ। প্রশিক্ষনার্থীদের দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত জনবল হিসেবে গড়ে তোলাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। গত ২০ আগষ্ট থেকে শুরু হয়ে ৩১ আগষ্ট ১০ দিন প্রশিক্ষণ শেষ হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত