শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি।
নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্যোগে কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের বরাদ্দকৃত অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও নগদ অর্থ (মাতৃদুগ্ধ ভাতা) বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর (আসন্ন সংসদ নির্বাচনের সম্ভাব্য জামায়াত প্রার্থী) ও জেলা পরিষদের অন্যতম সদস্য এ্যাড. মুহাম্মদ আবু কালাম।
এর আগে জেলা পরিষদের আয়োজনে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও জেলা পরিষদের সদস্য এ্যাড. আবুল কালাম।
এসময় উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আবু নাসের এর সঞ্চালনায় এবং বান্দরবান জেলা পরিষদের সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক লাল জারলাম বম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা হর্টিকালচার উপ-পরিচালক লিটন দেবনাথ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, জামায়াত নেতা রফিক বশরী, মং এ চিং চাক প্রমুখ।
শেষে প্রধান অতিথি গবাদি পশু, সেলাইমেশিন, মাতৃদুগ্ধ ভাতাসহ ফলজ ও বনজ গাছের চারা বিতরণের করেন।
উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী জেনারেল সেক্রেটারি মু. আবু নাসের জানান, বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে কৃষি ও অসচ্ছল নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের বরাদ্দকৃত কর্মসূচীতে মিশ্র ফলদ ও বনজ গাছের চারা, গবাদিপশু (বকনা-বাছুর,ছাগল ছানা, শুকর) সেলাইমেশিন ও মাতৃদুগ্ধ ভাতা (নগদ অর্থ) বিতরণ করা হয় ওই অনুষ্ঠানে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত