সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের রামু সীমান্তে চোরাচালান রোধে নাইক্ষ্যংছড়ি প্রশাসন-বিজিবির সাড়াঁশি অভিযান চলছে আজ ক’দিন ধরে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের কম্বনিয়া গ্রামে অভিযান চালিয়ে ২১অবৈধ বার্মিজ গরু জব্দ করে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন,১১ বিজিবি ও নাইক্ষ্যংছড়ি পুলিশের সমন্বয়ে গড়া টাস্কফোর্স।
বিষয়টি নিশ্চিত করেছেন টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। এর আগে ২টি অভিযানে ৮৮ টি বার্মিজ গরু জব্দ করে এই ফোর্স। এ প্রতিবেদককে টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে টাস্কফোর্সের সদস্যরা অভিযানে নামে শুক্রবার দুপুরের পর । একটানা চলে ২ঘন্টা। এ সময় উদ্ধার হয় ২১ টি বার্মিজ গরু। যা বর্তমানে ১১ বিজিবির জিম্মায় রয়েছে। অভিযান বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মো.রেজাউল করিম এ প্রতিবেদককে বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে গরু চোরাকারবারীদের বিরুদ্ধে রাত-দিন অভিযান চলছে- চলবে। আর হাতে নাতে যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধে মামলা হবে।