শামীম ইকবাল চৌধুরী ,নাইক্ষ্যংছড়ি |
অপারেশন 'ডেভিল হান্টে' অভিযানে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাঃসম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য চোচু মং (৪০) মার্মাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে চোচু মং মার্মাকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানাযায়, চুচো মং মার্মা আওয়ামিলীগ সরকার আমলে একটি মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি আরেকটি বিস্ফোরক মামলা হয় তার বিরুদ্ধে। সে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। সে তালিকাভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয় সুত্রে জানাযায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন,চোচুমং নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। অপরেশন ডেভিল হান্ট এর অভিযানে তাকে আটক করা হয়েছে। তাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগামীকাল শুক্রবারে সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত