সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভিতরে পরিত্যক্ত জায়গায় স্থানীয় কৃষকদের উৎসাহ দিতে বিষমুক্ত সবজি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও রোমেন শর্মা। ওই সব পতিত জমিতে শোভা পাচ্ছে গ্রীষ্মকালীন বিভিন্ন শাক সবজি। উপজেলা কৃষি বিভাগের সহায়তায় এসব শাক সবজি চাষ করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।
দেখা যায়, উপজেলা পরিষদের প্রায় ১.৫০ একর পতিত জমিতে কলমি শাক, লাল শাক, ডাটা শাক, পুঁইশাক, ঢেঁড়স, কুমড়া, করলা, শসাসহ নানান রকমের সবজির চাষ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, কোন জমি অনাবাদি থাকবে না। সেই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মার পরামর্শক্রমে পরিষদের প্রায় ১.৫০ একর পতিত জমিতে কলমি শাক, লাল শাক, ডাটা শাক, পুঁইশাক, ঢেঁড়স, কুমড়া, করলা, শসাসহ নানান জাতের সবজি চাষ করা হয়েছে। এই সবজি গুলো দেখে উপজেলার কৃষকরা কৃষি কাজে উৎসাহিত হবে মনে করছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, এক ইঞ্চি জমিও খালি বা অনাবাদি রাখা যাবে না সরকারের এই নির্দেশনায় বাস্তবায়নে সরকারি বাসভবন ও কৃষি অফিসের সামনে পরিত্যক্ত ও পতিত দেড় একর ফাঁকা জায়গায় সবজি চাষের পরিকল্পনা গ্রহণ করি। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে সাফল্যও পেয়েছি। নিজের হাতে উৎপাদিত সবজি চাষে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে নিজেই সবজি গাছগুলোর পরিচর্যা করি নিজে চাষ করে ফলানো ফসলের কি আনন্দ তা অনুভব করি।
ইউএনও রোমেন শর্মা পতিত জমিতে সবজি চাষে সহযোগিতা করার জন্য উপজেলা কৃষি বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।