1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে পরিবেশ দূষণ করেই চলছে ৫ ইটভাটা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে আজুখাইয়া ফকিরপাড়া, রেজু গর্জনবনিয়া, রেজু আমতলী ও আজুখাইয়া এলাকায় পরিবেশ দূষণ করে চলছে ৫টি ইটভাটা। তিন মাস ধরে প্রকাশ্যে এসব ইটভাটার জন্য পাহাড় কাটা, ফসলি জমি কাটা হচ্ছে। এছাড়া ইট তৈরির জন্য জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানো হলেও প্রশাসন নীরব।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নের ৩ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এই অভিযান পরিচালনা করেন। ইটভাটাগুলো হলো এইচকেবি, এএসবি ও, বিএইচবি।
ইউএনও জানান, উপজেলার বিভিন্ন স্থানে বেআইনিভাবে গড়ে উঠা প্রতিটি ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এছাড়া পাহাড় কাটা ও বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোরভাবে আইনি পদক্ষেপও গ্রহণ করবে।
এদিকে অবৈধ ইটভাটার রাজ্য হিসেবে পরিচিতি ঘুমধুমে নামেমাত্র অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জানান, এতোগুলো ইটভাটা থাকতে লোক দেখানো অভিযান চালানো হয়েছে। নামমাত্র ৩টি ইটভাটাকে জরিমানা করা দুঃখজনক। বাকী ইটভাটাগুলোতে পরিবেশ বিধ্বংসী কর্মকাÐ চলছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সরেজমিন দেখা যায়, ঘুমধুমে আজুখাইয়া ফকিরপাড়া, রেজু গর্জনবনিয়া, রেজু আমতলী ও আজুখাইয়া এলাকায় পরিবেশ ও বায়ুদূষণ করে চলছে ৫টি ইটভাটা। তিন মাস ধরে প্রকাশ্যে এসব ইটভাটায় পাহাড় কাটা, ফসলি জমি কাটা এবং ইট তৈরির জন্য জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানো হলেও প্রশাসন নিশ্চুপ।
আওয়ামী লীগ নেতা খালেদ সরওয়ার হারেজের মালিকানাধীন কেআরই, সাজু বড়–য়ার মালিকানাধীন ডিএসবি, ফরিদ আহমদের মালিকানাধীন বিবিএম, জয়নাল আবেদীনের মালিকানাধীন জেএসবি ও আবুল কালামের মালিকানাধীন কেআরএস নামে এসব ইটভাটার মালিক নিজেদের স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে পরিবেশ বিধ্বংসী কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
এসব ইটভাটা প্রসঙ্গে বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অনেকটা দায়সারা বক্তব্য দিয়ে যাচ্ছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া জানান, প্রশাসন কোন অবৈধ ইটভাটা মালিককে সুযোগ-সুবিধা দেয়নি। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরউদ্দিন চৌধুরী বলেন, দূরত্বের কারণে এলাকাগুলোতে তাদের অভিযান চালাতে একটু কষ্ট হচ্ছে। এছাড়া আদালতের রিট থাকায় কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
এদিকে অভিযুক্ত ইটভাটা মালিকরা নিজেরা উচ্চ আদালতে রিট করে কার্যক্রম চালাচ্ছেন দাবি করলেও এর বিপরীতে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এসব ব্যাপারে কথা বলদে চাইলে, কয়েকটি ইটভাটার মালিক সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইলের সংযোগ কেটে দেন।
পরিবেশবাদীদের মতে, উচ্চ আদালত কোন ইটভাটা মালিককে পাহাড় কাটা, জমি কাটা এবং জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর জন্য অনুমতি দেওয়া হয়নি। জেলা পরিবেশ অধিদপ্তর নিশ্চুপ ভূমিকা পালন করায় ইটভাটা মালিকরা এর সুযোগ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট